প্রথম পাতা খেলা পঞ্জাবের কাছে হার রোহিতদের

পঞ্জাবের কাছে হার রোহিতদের

268 views
A+A-
Reset

পঞ্জাব কিংসের কাছে ঘরের মাঠে ১৩ রানে হারতে হল মুম্বই ইন্ডিয়ান্সকে। শনিবার ওয়াংখেড়েতে আইপিএল-এর হাই-স্কোরিং রুদ্ধশ্বাস ম্যাচে সংক্ষিপ্ত ব্যবধানে হার মানতে হয় রোহিত শর্মাদের।

টস জিতে পঞ্জাব কিংসকে শুরুতে ব্যাট করতে পাঠান রোহিত শর্মা। তৃতীয় ওভারেই গ্রিনের বলে আউট হয়ে যান ম্যাথু শর্ট (১১)। অন্য ওপেনার প্রভসিমরন সিংহকে (২৬) দ্রুত সাজঘরে ফেরালেন অর্জুন তেন্ডুলকর। পঞ্জাব একসময় ৯.৪ ওভারে ৮৩ রানে ৪ উইকেট হারিয়ে বসে। এর পর পর পঞ্জাবের ইনিংসের হাল ধরেন হরপ্রীত সিংহ। তাঁকে ২২ গজে সঙ্গ দেন অধিনায়ক কারেন। পঞ্চম উইকেটের জুটিতে তাঁরা তোলেন ৯২ রান। হরপ্রীত করলেন ২৮ বলে ৪১ রান। কারেন আউট হন ৫৫ রানে (২৯ বল)। ৭ বলে ২৫ রান করেন জিতেন শর্মা। শুরুর থেকে অনেকটাই ঘুরে দাঁড়িয়ে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ২১৪ রানের বিশাল ইনিংস গড়ে তোলে পঞ্জাব।

জয়ের জন্য ২১৫ রান তাড়া করতে নেমে শুরুতেই ঈশান কিশনের (১) উইকেট হারিয়ে চাপে পড়ে যায় মুম্বই। ঈশান ব্যর্থ হলেও ২৭ বলে ৪৪ রানের ইনিংস খেলেন রোহিত শর্মা। ক্যামেরন গ্রিন (৪৩ বলে ৬৭ রান) এবং সূর্যকুমার যাদব (৩৬ বলে ৭৫ রান) হাই সেঞ্চুরি করলেন। ১৩ বলে ২৫ রান করে অপরাজিত থাকলেন টিম ডেভিড। কিন্তু জয়ের দোরগোড়ায় গিয়ে থেমে যেতে হয় রোহিতদের। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ২০১ রানে আটকে যায় মুম্বই। ১৩ রানে জয়ের ফলে পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে উঠে এল পঞ্জাব। ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন স্যাম কারেন।

মুম্বইয়ের সফততম বোলার চাওলা ৩ ওভারে ১৫ রানের ২ উইকেট নিলেন। ৪ ওভার বল করে ৪১ রান দিয়ে ২ উইকেট গ্রিনের। ৩ ওভারের ৪৮ রানে ১ উইকেট অর্জুনের। ইংল্যান্ডের জোরে বোলার খরচ করলেন ৪২ রান। পঞ্জাবের হয়ে অর্শদীপ সিং ২৯ রানের বিনিময়ে ৪টি উইকেট দখল করেন। ১টি করে উইকেট নেন ন্যাথন এলিস ও লিয়াম লিভিংস্টোন।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.