কলকাতা: স্নাতক স্তরে এ বার কেন্দ্রীয় ভাবে অনলাইনে ভর্তির বিজ্ঞপ্তি জারি করেছে শিক্ষা দফতর। অর্থাৎ, বিভিন্ন কলেজ বা বিশ্ববিদ্যালয়ের পোর্টালে আলাদা ভাবে আবেদন আর নয়। চলতি শিক্ষাবর্ষ থেকেই চালু হবে নতুন ব্য়বস্থা। এতে ছাত্রছাত্রীদের হয়রানি কমবে বলে দাবি শিক্ষা দফতরের।
এত দিন কলেজ বা বিশ্ববিদ্যালয়গুলিতে পৃথক ভাবে অনলাইনে ভর্তির ব্যবস্থা ছিল। তাতে প্রতিটি কলেজের নিজস্ব ওয়েবসাইটে গিয়ে ভর্তির আবেদন এবং ফি দিতে হতো। শুধু তা-ই নয়, কলেজভেদে ভর্তির আবেদনের সময়সীমা আলাদা হতো। স্নাতক স্তরে ভর্তি নিয়ে সোমবার গ্যাজেট বিজ্ঞপ্তি জারি করেছে উচ্চশিক্ষা দফতর।
জানা গিয়েছে, আগামী ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকেই কেন্দ্রীয় ভাবে অনলাইনে ভর্তি প্রক্রিয়া চলবে কলেজগুলিতে। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকেই সেই বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজগুলিতে ভর্তির আবেদন করা যাবে। নতুন এই প্রক্রিয়া চালু হয়ে গেলে, পড়ুয়াদের আর আলাদা আলাদা ভাবে কলেজগুলিতে ভর্তির জন্য আবেদন করতে হবে না। কেন্দ্রীয়ভাবে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের অধীনে অনলাইনে এই ভর্তি প্রক্রিয়া চলবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পোর্টাল দেখভাল করবে রাজ্যের উচ্চ শিক্ষা দফতর। রক্ষণাবেক্ষণও তারাই করবে। ভর্তির সময় সংসদের একটি নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফি জমা দিতে হবে। ভর্তি প্রক্রিয়ার এক মাসের মধ্যে সংশ্লিষ্ট কলেজে ভর্তির টাকা পাঠিয়ে দেওয়া হবে।