ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্স। আইপিএলে বিধ্বংসী ব্যাটিং। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জাতীয় দলে প্রত্য়াবর্তন অজিঙ্ক রাহানের।
শেষ বার রাহানেকে ভারতীয় জার্সিতে দেখা গিয়েছিল গত বছর জানুয়ারি মাসে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কেপ টাউনে খেলেছিলেন তিনি। তার পরেই দল থেকে বাদ দেওয়া হয় রাহানেকে। সম্প্রতি বিসিসিআইয়ের বার্ষিক চুক্তির তালিকা থেকেও বাদ পড়েন তিনি। সবমিলিয়ে এক প্রকার ধরেই নেওয়া হয়েছিল টিম ইন্ডিয়ার দরজা হয়তো তাঁর জন্য চিরতরে বন্ধ হতে চলেছে।
অনেকের মতে, আইপিএলে ভালো খেলার সুফল পেলেন রাহানে। চেন্নাই সুপার কিংসের হয়ে বিধ্বংসী ছন্দে রয়েছেন তিনি। আর তাঁর এই ছন্দই তাঁকে জাতীয় দলে ফিরতে সাহায্য করল। তবে রাহানের দলে ফেরার পিছনে রয়েছে আরও একটি যুক্তি। ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশের মতে, ঘরোয়া ক্রিকেট বা আইপিএলের ফর্ম নয়, অজিঙ্কে রাহানের ভারতীয় দলে ফেরার অন্যতম কারণ হল শ্রেয়স আইয়রে চোট।
টেস্ট চ্যাম্পিয়নশিপ হবে ওভালে। ৭ জুন থেকে শুরু হতে চলা ফাইনালের প্রথম একাদশে রাহানেকে দেখলেও অবাক হওয়ার নেই।