সুপ্রিম কোর্টের নির্দেশের পর প্রাথমিকের ২ মামলার নথি চাইলেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। অবিলম্বে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে নথি তলব করেছে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের কার্যলয়।
সাক্ষাৎকার বিতর্কে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে প্রাথমিকের দুটি মামলা সরানোর নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। গত শুক্রবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় নির্দেশ দেন, দু’টি মামলা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সরাতে হবে। সূত্রের খবর, সৌমেন নন্দী ও রমেশ মালিকের মামলার নথি চেয়েছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির কার্যালয়।
ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির সচিবালয় সূত্রের খবর, গত শুক্রবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চের নির্দেশের পরে প্রাথমিকের নিয়োগ দুর্নীতির মূল দুই মামলা, সৌমেন নন্দী ও রমেশ মালিকের মামলার নথি ১৭ নম্বর আদালত কক্ষ অর্থাৎ, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে চেয়ে পাঠানো হয়েছে।
সুপ্রিম কোর্টের নির্দেশে মতোই কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ঠিক করবেন এই দুটি মামলার কলকাতা হাইকোর্টের কোন বিচারপতির কাছে শুনানির জন্য পাঠাবেন। অনুমান করা হচ্ছে, সম্ভবত আগামীকালই এই সিদ্ধান্ত হয়ে যাবে কার ঘরে এই দু’টি মামলা শোনা হবে।