কলকাতা: টিভি চ্যানেলে সাক্ষাৎকার বিতর্কে সুপ্রিম কোর্টের নির্দেশের পর কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সরানো দু’টি মামলা পাঠানো হল বিচারপতি অমৃতা সিনহার এজলাসে।
হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের নির্দেশ মতো এই মামলা সরানো হয় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার মামলাকারী সৌমেন নন্দী এবং রমেশ মালিক সংক্রান্ত মামলা সরিয়ে নেওয়া হয় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে।
গত শুক্রবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় নির্দেশ দেন, দু’টি মামলা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সরাতে হবে। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এসএলপি দাখিল করেছিলেন সুপ্রিম কোর্টে। তার শুনানিতেই সুপ্রিম কোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়, দুটি মামলা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সরিয়ে নেওয়ার। সেই নির্দেশের প্রেক্ষিতেই এই পদক্ষেপ।
জানা যায়, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের নির্দেশের পরে প্রাথমিকের নিয়োগ দুর্নীতির মূল দুই মামলা, সৌমেন নন্দী ও রমেশ মালিকের মামলার নথি ১৭ নম্বর আদালত কক্ষ অর্থাৎ, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে চেয়ে পাঠায় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির সচিবালয়।