২০২০ সালের জানুয়ারিতে করোনাভাইরাস (Coronavirus) অতিমারিকে বিশ্বব্যাপী স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। প্রায় সাড়ে তিন বছর পর করোনার গা থেকে সেই তকমা সরে গেল!
হু জানিয়েছে, “কোভিড আর একটি জনস্বাস্থ্য সম্পর্কিত বৈশ্বিক জরুরি অবস্থা নয়। জরুরি কমিটির ১৫তম বৈঠকে আমরা এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি”।
হু-র মহাপরিচালক টেড্রোস আধানম ঘেব্রেয়েসস বলেছেন, “গতকাল (বৃহস্পতিবার, ৪ মে) জরুরি কমিটি ১৫তম বৈঠক করেছে। আমি বৈঠকের পরামর্শ মেনে নিয়েছি।”
হু জানিয়েছে, ২০২০ সালের ৩০ জানুয়ারি কোভিডকে বিশ্বব্যাপী স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল। স্বাস্থ্য সংস্থার মতে, যখন করোনাকে বৈশ্বিক স্বাস্থ্য জরুরি ঘোষণা করা হয়েছিল, তখন চিনে করোনা আক্রান্তের সংখ্যা ছিল একশোর কম। কেউ মারা যায়নি, তবে তিন বছর পরে মৃতের সংখ্যা বেড়ে ৭০ লক্ষে পৌঁছেছে। সারা বিশ্বে এতে প্রায় ২ কোটি মানুষ প্রাণ হারিয়েছে বলে অনুমান সংস্থার।
গত এক বছরে কোভিডের ক্ষেত্রে হ্রাসের পরিপ্রেক্ষিতে জরুরি অবস্থা থেকে করোনাকে অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বাস্থ্য সংস্থা বলেছে, কোভিডের এত বড়ো প্রভাব ছিল যে এর জেরে স্কুল থেকে অফিস পর্যন্ত বন্ধ ছিল। এই সময়ে অনেকেই মানসিক চাপ ও উদ্বেগের মধ্য দিয়ে গেছেন। এই অতিমারি বিশ্ব অর্থনীতিকেও ধ্বংস করেছে।