কলকাতা: কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন না শাহ। বাতিল হয়েছে তাঁর বহরমপুরের জনসভা।
২৫-এ বৈশাখে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীর অনুষ্ঠানে অংশ নিতে কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। খোলা হাওয়া নামে এক সংস্থার উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার, সকালে যাবেন জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে। দুপুরে পেট্রাপোল সীমান্তে সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন। সন্ধেয় অংশ নেবেন সায়েন্স সিটিতে রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানে। পঁচিশে বৈশাখ রবীন্দ্রজয়ন্তীতে রাজ্যে সফরে এলেও কোনো ‘রাজনৈতিক কর্মসূচি’ হবে না শাহের।
এর আগে বাঙালির নববর্ষ পয়লা বৈশাখ কলকাতায় কাটিয়েছেন শাহ। চৈত্র সংক্রান্তির দিনে বীরভূমের সিউড়ির সভা থেকে আগামী লোকসভা নির্বাচনে বাংলা থেকে ৩৫ আসনে জিততে হবে বলে রাজ্য বিজেপিকে নতুন ‘টার্গেট’ ঠিক করে দিয়েছেন তিনি।