কলকাতা: প্রয়াত প্রখ্যাত সাহিত্যিক সমরেশ মজুমদার। বেশ কিছু দিন ধরেই গুরুতর অসুস্থ ছিলেন। সোমবার সন্ধ্যা পৌনে ৬টা নাগাদ কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।
১৯৪২ সালে উত্তরবঙ্গের গয়েরকাটায় জন্ম। শৈশব কেটেছে ডুয়ার্সের গয়েরকাটা চা বাগানে। তাঁর প্রাথমিক শিক্ষা শুরু হয় জলপাইগুড়ি জেলা স্কুল থেকে। তিনি কলকাতায় আসেন ১৯৬০ সালে। কলকাতাতে উচ্চশিক্ষা ও লেখালেখির জীবন শুরু।
১৯৭৫ সালে প্রকাশিত হয় সমরেশ মজুমদারের প্রথম উপন্যাস ‘দৌড়’। তার পর থেকে একের পর এক কালজয়ী উপন্যাস উপহার দিয়েছেন তিনি। উত্তরাধিকার, কালপুরুষ, কালবেলা-সহ একাধিক কালজয়ী উপন্যাসের স্রষ্টা সাহিত্য অ্যাকাডেমি পুরষ্কার প্রাপ্ত লেখক। গোয়েন্দা চরিত্র অর্জুনের সৃষ্টি করেছিলেন সমরেশ মজুমদার। ১৯৮২ সালে আনন্দ পুরস্কার পান সমরেশ মজুমদার।
শনিবার সন্ধ্যায় সমরেশ মজুমদারের মেয়ে দোয়েল সংবাদমাধ্যমকে জানান, তার আগের দু’দিন কেবিনে রাখা হয়েছিল প্রখ্যাত সাহিত্যিককে। কিন্তু শনিবারই বিকেলে তাঁকে আইসিইউতে পাঠানো হয়। চিকিৎসকরা পরের ৪৮ ঘণ্টা পর্যন্ত পর্যবেক্ষণে রাখবেন বলেছিলেন। রবিবার পরিবারের সূত্রে জানানো হয়, কিছুটা ভালো আছেন লেখক। কিন্তু তার পরেও শেষরক্ষা হল না।