কলকাতা: রাজ্য-রাজ্যপাল সংঘাত এ বার আরও চরমে! ঘটনায় প্রকাশ, শিক্ষা দফতরের সঙ্গে কথা না বলেই রাজ্যের ১০টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করেছেন রাজ্যপাল তথা আচার্য সিভি আনন্দ বোস। রাজ্যপালের সেই সিদ্ধান্তের সরাসরি বিরোধিতা করছে রাজ্য।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, বুধবার রাজভবনে উপাচার্য নিয়োগ নিয়ে একটি বৈঠক ডেকেছিলেন রাজ্যপাল। একাধিক অভিজ্ঞ অধ্যাপককে ডাকা হয়েছিল সেখানে। তাঁরা উপাচার্য হতে চান কি না, তা জানতে চাওয়া হয়েছিল অধ্যাপকদের কাছে। এরপর বৃহস্পতিবারই ১০টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করেন রাজ্যপাল।
এ দিন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এ বিষয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন। সেখানে তাঁর দাবি, রাজ্যপাল সিভি আনন্দ বোস ১০টি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ করেছেন। পোস্টে ব্রাত্য উচ্চশিক্ষা দফতরের তরফে ‘বেআইনি ভাবে’ নিয়োগ পাওয়া উপাচার্যদের তা প্রত্যাখ্যান করার অনুরোধও জানিয়েছেন।
শিক্ষামন্ত্রী টুইটারে লেখেন, “সংবাদ মাধ্যম থেকে জানতে পারলাম সরকার পোষিত বিশ্ববিদ্যালয়গুলিতে মাননীয় রাজ্যপাল আজ আবার ১০টি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ করেছেন। এই নিযুক্তি দফতরের সঙ্গে কোনো আলোচনা ব্যতিরেকে করা হলো, যা বর্তমানে উপাচার্য নিয়োগের নিয়ম আছে, তার সম্পূর্ণ পরিপন্থী এবং বেআইনি। এই অভূতপূর্ব পরিস্থিতিতে আমরা বিভাগীয় ভাবে আইনি পরামর্শ নিচ্ছি ভবিষ্যতে কী পদক্ষেপ করা হবে সে বিষয়ে। বেআইনি ভাবে নিযুক্ত মাননীয় উপাচার্যদের সকলকে উচ্চশিক্ষা বিভাগের পক্ষ থেকে সসম্মান অনুরোধ থাকবে যে, তাঁরা যেন এই নিয়োগ প্রত্যাখ্যান করেন”।