প্রবল গরমের মধ্যেই জোড়া ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি। জানা গিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যেই জোড়া ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া মডেল অনুযায়ী, বঙ্গোপসাগর ও আরবসাগরে জুন মাসের ৮-১০ তারিখের মধ্যে দুটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা। তবে আবহাওয়া দফতর সূত্রে খবর, এখনও অবধি এই ঘূর্ণিঝড়ের বাংলায় কোনো প্রভাব ফেলার সম্ভাবনা নেই। আবহবিদরা গোটা পরিস্থিতির দিকে নজর রাখছেন। তাদের দাবি, এই জোড়া ঘূর্ণিঝড় বাংলায় কোনো প্রভাব ফেলবে কি না, তা আর কয়েকদিনের মধ্যেই জানা যাবে।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, বঙ্গোপসাগরে আন্দামান সাগরের উপর তৈরি হওয়া ঘূর্ণাবর্ত শক্তিবৃদ্ধি করে কয়েকদিনের মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। ওই ঘূর্ণিঝড় বিপর্যয়ের অভিমুখ হতে পারে মায়ানমার ও বাংলাদেশ উপকূল।
এর পাশাপাশি, আরব সাগরে তৈরি হয়ে মহারাষ্ট্র ও গুজরাত উপকূলের দিকে এগোতে পারে আরও একটি ঘূর্ণিঝড়। তেজ নামে এই ঘূর্ণিঝড় ভারত না কি পাকিস্তান উপকূলে আছড়ে পড়বে, তা এখনও স্পষ্ট নয়। তবে ভারতীয় মৌসম ভবন এখনও ঘূর্ণিঝড়ের কোনো পূর্বাভাস দেয়নি।