প্রথম পাতা খবর মানবিকতার অনন্য নজির! অসুস্থ চিত্র সাংবাদিককে নিজের গাড়িতে হাসপাতালে পাঠিয়ে বাইকে ফিরলেন মুখ্যমন্ত্রী

মানবিকতার অনন্য নজির! অসুস্থ চিত্র সাংবাদিককে নিজের গাড়িতে হাসপাতালে পাঠিয়ে বাইকে ফিরলেন মুখ্যমন্ত্রী

238 views
A+A-
Reset

অসুস্থ চিত্র সাংবাদিককে নিজের গাড়ি দিয়ে হাসপাতালে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে নিজে বাইকে ফিরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কুস্তিগিরদের সমর্থনে বৃহস্পতিবারও পদযাত্রা করেন মুখ্যমন্ত্রী। সেখানেই অসুস্থ হয়ে পড়েছিলেন এক সাংবাদিক।

দিল্লিতে পদকজয়ী কুস্তিগিরদের হেনস্থার প্রতিবাদে বুধবার যেমন প্রতিবাদ মিছিলে পা মেলান মমতা, তেমনই বৃহস্পতিবার ময়দানে গোষ্ঠ পালের মূর্তির নিচে প্রতিবাদ মঞ্চেও সামিল হন তিনি। প্রতিবাদ হিসেবে এদিনও সেখান থেকে গান্ধী মূর্তি পর্যন্ত মোমবাতি মিছিলে সামিল হন।

জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান কভার করতে গিয়ে এক চিত্র সাংবাদিক অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাঁর চিকিৎসার জন্য এসএসকেএম হাসপাতালে নিজের গাড়িতে পাঠান তিনি। এরপর এক পুলিশকর্মীর বাইকে চেপে ওই সাংবাদিকের খবর নিতে তিনি পৌঁছে যান হাসপাতালে। এসএসকেএমের এমার্জেন্সি বিভাগে গিয়ে সাংবাদিকের খবর নিয়ে সেখান থেকেই বাড়ি ফেরেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, ওই চিত্র সাংবাদিক আপাতত স্থিতিশীল।

উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য অতীতেও এমন অসুস্থ হয়ে পড়া সংবাদকর্মীদের সাহায্য করেছিলেন। যেমন অতীতে গঙ্গাসাগর মেলার সময় এক অসুস্থ হয়ে পড়া সাংবাদিককে হেলিকপ্টারে করে ডুমুরজলায় নিয়ে আসার ব্যবস্থা করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.