প্রথম পাতা খবর বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ, সুপ্রিম কোর্ট থেকে মামলা প্রত্যাহার রাজ্যের

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ, সুপ্রিম কোর্ট থেকে মামলা প্রত্যাহার রাজ্যের

316 views
A+A-
Reset

পুরসভার নিয়োগ সংক্রান্ত মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পরে রাজ্য সরকার সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায়। সেই মামলা এ বার সুপ্রিম কোর্ট থেকে প্রত্যাহার করে নেওয়া হল।

এ ব্যাপারে সম্প্রতি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের প্রশ্নের মুখে পড়তে হয়েছিল রাজ্যকে। জানতে চাওয়া হয়েছিল, একই মামলা এক সঙ্গে হাই কোর্টের ডিভিশন বেঞ্চে এবং সুপ্রিম কোর্টে চলছে কী ভাবে?

রাজ্য তার পরেই জানিয়েছিল, মামলাটি তারা সুপ্রিম কোর্ট থেকে প্রত্যাহার করে নেবে। রবিবার জানা গিয়েছে, পুরসভার নিয়োগ দুর্নীতি সংক্রান্ত রাজ্যের মামলাটি সুপ্রিম কোর্ট থেকে তুলে নেওয়া হয়েছে। আপাতত হাইকোর্টের ডিভিশন বেঞ্চেই মামলাটির শুনানি হবে।

প্রসঙ্গত, পুরসভার মামলা সুপ্রিম কোর্টের নির্দেশে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস বদলে এসেছে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে। তিনিও এই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ বহাল রাখার পর এখন মামলাটি কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চের বিচারাধীন। বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি চলছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.