কলকাতা: মঙ্গলবার পঞ্চায়েত মামলায় রায় ঘোষণা করল কলকাতা হাইকোর্ট। স্পর্শকাতর বলে চিহ্নিত ৭টি জেলায় এখনই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে।
প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের বেঞ্চে চলছিল পঞ্চায়েত মামলা। শুনানি শেষে রায়দান হল এ দিন। হাইকোর্টের অভিমত, ভয়মুক্ত পরিবেশের জন্য কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নেওয়া উচিত কমিশনের। যে ৭টি জেলাকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে, সেগুলো হল উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ, হুগলি, বীরভূম, জলপাইগুড়ি।।
৭টি জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিলেও বাকি জেলার ক্ষেত্রে পরিস্থিতির পর্যালোচনা করে তারপর কমিশন কেন্দ্রীয় বাহিনী চাইতে পারে। কমিশন বাহিনী চাইলে কেন্দ্রীয় সরকার বাহিনী পাঠাবে। কেন্দ্রীয় বাহিনীর খরচ রাজ্য দেবে না। কেন্দ্রকেই দিতে হবে।
তবে নিরাপত্তা নিয়ে নির্দেশ দিলেও পঞ্চায়েত ভোটের মনোনয়নের সময়সীমা নিয়ে কোনো রকম হস্তক্ষেপ করেনি হাই কোর্ট। মনোনয়নের সময়সীমা বৃদ্ধি করা হবে কি না, সেই সিদ্ধান্ত রাজ্য নির্বাচন কমিশনের হাতেই ছেড়েছে হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
প্রসঙ্গত, হাইকোর্ট জানিয়েছে, ভোট সংক্রান্ত গোটা বিষয়টাই সিদ্ধান্ত নিতে হবে নির্বাচন কমিশনকে। পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইনের উপর নির্ভর করেই যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ করবে রাজ্য নির্বাচন কমিশন। এ ছাড়াও আইন অনুযায়ী রাজ্য নির্বাচন কমিশনকে পর্যবেক্ষক নিযুক্ত করতে হবে।