প্রথম পাতা খবর প্রবল তাপপ্রবাহ, বাহাত্তর ঘণ্টায় উত্তরপ্রদেশ ও বিহারে মৃত ৯৮

প্রবল তাপপ্রবাহ, বাহাত্তর ঘণ্টায় উত্তরপ্রদেশ ও বিহারে মৃত ৯৮

301 views
A+A-
Reset

প্রবল তাপপ্রবাহ বিহার ও উত্তরপ্রদেশ। দুই রাজ্য মিলিয়ে গত ৭২ ঘণ্টায় মৃতের সংখ্যা একশো ছুঁইছুঁই। এরমধ্যে শুধু উত্তরপ্রদেশেরই মারা গিয়েছেন ৫৪ জন। বিহারে ৪৪ এবং ওড়িশায় একজনের মৃত্যু হয়েছে। প্রায় চারশো বেশি মানুষ উত্তরপ্রদেশ এবং বিহারের বিভিন্ন হাসপাতালে অসুস্থ হয়ে এখনও ভর্তি রয়েছেন।

উত্তর ভারতের মধ্যে সবথেকে খারাপ অবস্থা উত্তরপ্রদেশের বালিয়ার। জেলা হাসপাতাল সূত্রে খবর, গত তিনদিনে যাঁরা হাসপাতালে ভর্তি হয়েছিলেন, তাঁদের মধ্যে ৫৪ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়াও জ্বর, শ্বাসকষ্ট এবং অন্যান্য উপসর্গ নিয়ে ৪০০-এর বেশি রোগী ভর্তি হাসপাতালে। বেশিরভাগ রোগীর মৃত্যু হয়েছে হৃদরোগ, হিটস্ট্রোক এবং ডায়ারিয়ার কারণে। তীব্র দহনজনিত কারণে রোগীর সংখ্যা বাড়তে থাকায় হাসপাতালে দেখা দিয়েছে চরম বিশৃঙ্খলা। বেড না পেয়ে অনেক রোগী মেঝেতেই পড়ে রয়েছেন। এনিয়ে ক্ষোভ উগরে দিচ্ছেন রোগীর পরিজনরা।

গত কয়েকদিন ধরেই উত্তরপ্রদেশের বিভিন্ন জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে। বিশেষ করে বালিয়ায় তাপমাত্রা ৪২ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি বেশি।

মৌসম ভবনের খবর, বিহারের ১৮টি জেলায় প্রবল তাপপ্রবাহ বইছে। শুধুমাত্র রাজধানীয় পাটনাতেই কমপক্ষে ৩৫ জনের মৃত্যু হয়েছে বলে প্রশাসন সূত্রে দাবি করা হয়েছে। রাজ্যের আবহাওয়া দফতর জানিয়েছে, গত কয়েকদিন ধরেই পাটনার তাপমাত্রা ৪৫ ডিগ্রির ঘরে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.