224
অল্পের জন্য বিরাট দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল লোহিত এক্সপ্রেস। সূত্রের খবর, ট্রেনের কয়েকটি বগি একেবারে আলাদা হয়ে যায় ইঞ্জিন থেকে। উত্তর দিনাজপুরের ডালখোলা স্টেশনে ঢোকার ঠিক আগেই এই ভয়াবহ বিপত্তি।
গুয়াহাটি থেকে জম্মু-তাওয়াই যাচ্ছিল লোহিত এক্সপ্রেস । ওড়িশার বুকে করমণ্ডল এক্সপ্রেসের ভয়ঙ্কর স্মৃতি এখনও দগদগে। । তারমধ্যেই একের পর এক দুর্ঘটনার খবর। যা কার্যত প্রশ্ন তুলেছে রেল নিরাপত্তা নিয়ে।
ঘটনায় প্রকাশ, মঙ্গলবার বিকেল ৪ টে ৪৫ মিনিট নাগাদ ইঞ্জিন থেকে ট্রেনের ১০টি বগি খুলে যায়। রেলের চালক বিষয়টি বুঝতে পেরে ইঞ্জিনটি থামিয়ে দেন। তবে হতাহতের কোনো খবর নেই। কী ভাবে এই দুর্ঘটনা হল তা নিয়ে নানা প্রশ্ন উঠছে।