কলকাতা: আগামী ৪ জুলাই শহরে আসছেন আর্জেন্তিনার বিশ্বজয়ী গোলকিপার। মিলনমেলা প্রাঙ্গনে একটি অনুষ্ঠানে যোগ দেবেন এমিলিয়ানো মার্তিনেস। টিকিট কেটে সাধারণ মানুষের কাছেও সুযোগ রয়েছে মার্তিনেসকে দেখার।
কলকাতায় এসে মোহনবাগানের একটি অনুষ্ঠানে যোগ দেবেন মার্তিনেস। মোহনবাগান ক্লাবে যাওয়া ছাড়াও একটি প্রদর্শনী ম্যাচে উপস্থিত থাকবেন তিনি। এর বাইরেও তাঁর আরও কর্মসূচি রয়েছে। তিনি মিলনমেলা প্রাঙ্গনে বিশেষ অতিথি হিসেবে হাজির থাকবেন। এবং সেখানে তিনি ‘তাহাদের কথা’ শীর্ষক আলোচনাচক্রে প্রধান বক্তা হিসেবে বলবেন। ওই অনুষ্ঠানে জীবনের নানা অজানা গল্প বলবেন মার্তিনেস। বেলা সাড়ে ১২টা থেকে সেই অনুষ্ঠান শুরু হবে।
সেই অনুষ্ঠানের টিকিট কাটা যাবে অনলাইনে। টিকিটকে সাতটি ক্যাটেগরিতে ভাগ করা হয়েছে। প্রতি টিকিটের মূল্য ৪৯৯ টাকা থেকে শুরু হয়ে ১,২৫,০০০ টাকা পর্যন্ত।
জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গেও দেখা হতে পারে মার্তিনেসের। মোহনবাগান মাঠে থাকতে পারেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসও।