কলকাতা: সরকারি স্কুলের শিক্ষকদের বকেয়া মিটিয়ে দেওয়ার কাজ শুরু করল শিক্ষা দফতর। ইতিমধ্যেই সেই মর্মে বিকাশ ভবন থেকে চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে জেলাগুলিতে। দ্রুততার সঙ্গে যাতে শিক্ষক ও শিক্ষাকর্মীদের বকেয়া টাকা মিটিয়ে দেওয়া হয়, সেই ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে ওই চিঠিতে।
ত্রের খবর, বিভিন্ন ক্ষেত্রে কিছু বকেয়া থেকে যায় শিক্ষকদের। যেমন শিক্ষক ও শিক্ষাকর্মীদের বেতন বৃদ্ধি সংক্রান্ত সুযোগগুলি যথাযথভাবে না মিললে তাদের বকেয়া মেটানোর বিশেষ ব্যবস্থা করা হয়েছে। বেতন-সহ ভাতা সংক্রান্ত পাওনা আটকে থাকলে, সেই বকেয়াও মিটিয়ে দিতে বলা হয়েছে।
সেক্ষেত্রে কারও যদি পদোন্নতি, ট্রান্সফার বা কাজে যোগ দেওয়ার ক্ষেত্রে দেরি হয়, সেক্ষেত্রে কিছু টাকা বকেয়া হয়ে যায়। যোগদান সংক্রান্ত কাগজপত্র তৈরির কাজে দেরি করলে তাঁর বেতন-সহ নানা ভাতা পেতে বিলম্ব হয়। এর পাশাপাশি এরিয়ার-বাবদ বকেয়া টাকাও থাকে। এক্ষেত্রে কারও কারও ক্ষেত্রে তিন বছর থেকে পাঁচ বছর পর্যন্ত টাকা বকেয়া ছিল বলে খবর।
শিক্ষক এবং শিক্ষাকর্মীদের বকেয়া মিটিয়ে দেওয়ার এই সিদ্ধান্তে খুশি শিক্ষকমহল।