প্রথম পাতা খবর তৃণমূল-সিপিএম সংঘর্ষে উত্তপ্ত ডোমকলে আজ সভা অভিষেকের

তৃণমূল-সিপিএম সংঘর্ষে উত্তপ্ত ডোমকলে আজ সভা অভিষেকের

235 views
A+A-
Reset

পঞ্চায়েত ভোটের প্রচারে মঙ্গলবার মুর্শিদাবাদের কৃষ্ণগঞ্জ ও ডোমকলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা। এ দিন দুপুর নাগাদ এই সভাটি শুরু হওয়ার কথা।

উল্লেখযোগ্য ভাবে, পঞ্চায়েত ভোট ঘোষণা হতেই, বারবার অশান্তির খবর উঠে এসেছে মুর্শিদাবাদ জেলা থেকে। ডোমকল, রানিনগর, ভরতপুর-সহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে অশান্তির খবর এসেছে। এমনকি মৃত্যুর ঘটনা ঘটেছে। অভিষেকের সফরের ২৪ ঘণ্টা আগেও ডোমকলে গুলি চালানোর ঘটনা ঘটেছে।

অভিষেকের রোড শোয়ের আগে ফের উত্তপ্ত ডোমকল। সিপিএম-তৃণমূল সংঘর্ষ। তৃণমূলের দাবি, গুলিবিদ্ধ ৪ দলীয় কর্মী। পাল্টা সিপিএমের অভিযোগ, শাসকদলের গোষ্ঠী দ্বন্দ্বেই সোমবারের ঘটনা। এই অবস্থায় আজ ডোমকলে রোড শো করতে চলেছেন অভিষেক।

পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে তত তেতে উঠছে ডোমকল। সোমবারের ঘটনার পর বিপুল সংখ্যাক পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকার পরিস্থিতি থমথমে। এখন দেখার, আজকের কর্মসূচি থেকে কী বার্তা দেন অভিষেক!

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.