প্রথম পাতা খবর ফের গুলি চলল দিনহাটায়, জখম তৃণমূল প্রার্থীর ভাই

ফের গুলি চলল দিনহাটায়, জখম তৃণমূল প্রার্থীর ভাই

288 views
A+A-
Reset

মঙ্গলবার সকালের অশান্তির রেশ কাটতে না-কাটতেই রাতে ফের গুলি চলল কোচবিহারের দিনহাটায়। এ বার গীতালদহ-১ পঞ্চায়েতের বিদায়ী প্রধান বিজলী খাতুনের ভাই শাহানুর হককে গুলি করার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। বিজেপি যদিও অভিযোগ অস্বীকার করেছে।

মঙ্গলবার সকালে আচমকা উত্তপ্ত হয়ে ওঠে কোচবিহারের দিনহাটা-১ ব্লকের গীতালদহ গ্রামপঞ্চায়েতের জারিধরলা গ্রাম।গুলি চালানোর ঘটনায় মৃত্যু হয় বাবু হক নামের একজনের। জখম হন আরও ৫ জন। আহতদের মধ্যে কয়েকজন দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি আছেন। তবে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দু’ জনকে স্থানান্তরিত করা হয়েছে কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে।

তৃণমূল সূত্রে খবর, রাত ১১টা নাগাদ গীতালদহে তৃণমূলের প্রার্থী বিজলী খাতুনের নির্বাচনী প্রচার সেরে বাড়ি ফেরার পথে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন তাঁর ভাই শাহানুর। দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হন শাহানুর। গুলি তাঁর পেটে লাগে।

তৃণমূলের দাবি, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে। অন্য দিকে, বিজেপির অভিযোগ, এই ঘটনায় তাদের কেউ জড়িত নয়।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.