ত্রিপুরায় উল্টোরথে মর্মান্তিক ঘটনা। উলটো রথযাত্রার সময়ে মৃত্যু হয়েছে অন্তত ২০ জনের। ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। ক্ষতিপূরণ ঘোষণা ত্রিপুরা সরকারের।
ঘটনায় প্রকাশ, বুধবার উল্টো রথযাত্রা চলাকালীন এই মর্মান্তিক ঘটনা ঘটে ত্রিপুরায়। উনকোটি জেলায় উল্টো রথ নিয়ে ফেরার সময়ই বিদ্যুতের ওভারহেড তারের সংস্পর্শে আসে রথটি। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় রথে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটে প্রাণহানি। মৃতদের মধ্যে বেশ কিছু মহিলা এবং শিশুও আছে।
এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। মৃতদের পরিবারকে গভীর সমবেদনা জানিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী লেখেন, “কুমারঘাটে একটি মর্মান্তিক দুর্ঘটনায় উলটো রথ টানার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন পূণ্যার্থী এবং আহত হয়েছেন আরও কয়েকজন। এই ঘটনায় আমি অত্যন্ত মর্মাহত। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই”।
তিনি বলেন, ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। মৃতের পরিবারকে ৪ লক্ষ টাকা এবং আহতদের আড়াই লক্ষ টাকা (৬০ শতাংশের উপরে) এবং যারা আংশিকভাবে (৪০ থেকে ৬০ শতাংশ) আহত হয়েছেন, তাঁদের জন্য ৭৪ হাজার টাকা ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে।
পুলিশের তরফে জানানো হয়েছে, উনাকোটি জেলার কুমারঘাটে মাসির বাড়ি থেকে মন্দিরে ফিরছিল রথটি। লোহা দিয়ে তৈরি এই রথটি। রথের চূড়া থেকে চাকা অবধি ফুলের সাজসজ্জায় ঢাকা ছিল রথটি। প্রায় কয়েক হাজার লোকজন উপস্থিত ছিলেন রথযাত্রায়, শতাধিক মানুষ রথের রশি ধরে টানছিলেন, হঠাৎই ওভারহেড তারের সংস্পর্শে চলে আসে রথটি। লোহার রথ হওয়ায়, মুহূর্তের মধ্যে গোটা রথটি বিদ্যুৎস্পৃষ্ট হয়। ঘটনার তদন্ত করছে পুলিশ।