কলকাতা: আপাতত তাপমাত্রার বড়সড় হেরফের হওয়ার সম্ভবানা কম। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনের প্রথম ভাগে কিছুটা গরম বাড়বে। আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে বলেই জানিয়েছে হাওয়া অফিস।
আবহাওয়া দফতরের পূর্বভাস, দক্ষিণবঙ্গে কিছুটা কমবে বৃষ্টির পরিমাণ, বাড়বে তাপমাত্রা ও আর্দ্রতাজনিত অস্বস্তি। ও দিকে, উত্তরবঙ্গে আগামী পাঁচ দিন ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা। তিন জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা জানিয়েছেন, “দক্ষিণবঙ্গে যেমন বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলছে, ওরকম চলবে। উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলায় অবশ্য ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টি হবে। আগামী পাঁচদিন ওই জেলাগুলির কোথাও ভারী বৃষ্টি, কোথাও আবার অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা আছে”।
আবহাওয়াবিদদের অনুমান, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ৭০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। ভারী বৃষ্টি হতে পারে ১০০ মিলিমিটার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে।
শহরে বৃষ্টি। ছবি: রাজীব বসু