কলকাতা: বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। একই সঙ্গে বাড়বে তাপমাত্রা। হাওয়া অফিসের পূর্বাভাস, তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১ থেকে ২ ডিগ্রি বেশি থাকতে পারে।
দক্ষিণবঙ্গে আবহাওয়া প্রসঙ্গে আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশকুমার দাস জানিয়েছেন, “দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। তাপমাত্রা স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে দু’এক ডিগ্রি বেশি থাকবে। কয়েক দফায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হবে। উপকূলবর্তী এলাকা-সহ দক্ষিণবঙ্গের কোনো জেলায় একটানা বৃষ্টির তেমন সম্ভাবনা নেই”।
তবে রাজস্থান থেকে মণিপুর পর্যন্ত একটি মৌসুমী অক্ষরেখার অবস্থানের কারণে কয়েকটি জেলায় বেশি বৃষ্টি হবে। মুর্শিদাবাদ, মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলা- দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বেশি বৃষ্টি হবে।
সোমবার থেকে মালদহ এবং দুই দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা কমলেও উপরের পাঁচ জেলায় বুধবার পর্যন্ত একই রকম আবহাওয়া থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া দফতরের অধিকর্তা।