প্রথম পাতা খবর মাত্র ১৫ টাকায় মিলবে এক লিটার পেট্রোল, আশ্বাস কেন্দ্রীয় পরিবহণমন্ত্রীর

মাত্র ১৫ টাকায় মিলবে এক লিটার পেট্রোল, আশ্বাস কেন্দ্রীয় পরিবহণমন্ত্রীর

347 views
A+A-
Reset

মাত্র ১৫ টাকায় পাওয়া যেতে পারে এক লিটার পেট্রোল! রাজস্থানে একটি দলীয় সমাবেশে বক্তৃতা করার সময় এমনটাই আশ্বাস দিলেন কেন্দ্রীয় পরিবহণমন্ত্রী নিতিন গডকরী। কী ভাবে পেট্রোলের দাম এতটা কমবে, সেই বিষয়টিও ব্যাখ্যা করেন মন্ত্রী।

যানবাহনে পেট্রোলের বিকল্প হিসাবে ইথানল ব্যবহারের আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় পরিবহণমন্ত্রী। রাজস্থানের প্রতাপগড় সফরে এসে তিনি বলেন, যানবাহনগুলিতে জ্বালানির জন্য গড়ে ৬০ শতাংশ ইথানল এবং ৪০ শতাংশ বিদ্যুৎ ব্যবহার করা হলে মাত্র ১৫ টাকায় এক পেট্রোল পাওয়া যাবে।

কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন, উল্লিখিত জ্বালানির ব্যবহার বাড়ালে দূষণের পাশাপাশি আমদানিও কমবে। আমদানির খরচ এখন প্রায় ১৬ লক্ষ কোটি টাকা। ওই উদ্বৃত্ত অর্থ তখন কৃষকদের বাড়িতে যেতে পারে।

তাঁর ব্যাখ্যা, “সেন্ট্রাল রোড রিসার্চ ইনস্টিটিউট খুঁজে পেয়েছে যে টার তৈরিতে খড় ব্যবহার করা হবে। পানিপথের খড় থেকে ইথানল তৈরি করা হচ্ছে এবং আমাদের কৃষকরাও বিমানের জ্বালানি তৈরি করছে… একটি স্পাইসজেট বিমান দেরাদুন থেকে দিল্লিতে গিয়েছিল আমাদের কৃষকদের তৈরি জ্বালানিতে। ভারত এখন উন্নতি করছে। আমরা বিশ্বের অন্যতম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছি, বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতিতে পরিণত হয়েছি।”

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.