প্রথম পাতা খবর শনিবার পঞ্চায়েত ভোট, আজ বিকেল ৫টায় শেষ প্রচারপর্ব

শনিবার পঞ্চায়েত ভোট, আজ বিকেল ৫টায় শেষ প্রচারপর্ব

264 views
A+A-
Reset

কলকাতা: শনিবার (৮ জুলাই) রাজ্যে পঞ্চায়েত ভোট। আজ, বৃহস্পতিবার বিকাল পাঁচটায় পঞ্চায়েত ভোটের প্রচার শেষ হচ্ছে।

কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো ৮২২ কোম্পানি দিয়েই পঞ্চায়েত ভোট হবে রাজ্যে। বুধবার কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরীর মামলা খারিজ করে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ বলে দিয়েছে, শনিবার এক দফাতেই রাজ্য জুড়ে পঞ্চায়েত ভোট হবে। ভোটের দফা বাড়ানোর প্রয়োজন নেই। আদালতের পর্যবেক্ষণ, সুশৃঙ্খল ভাবে ভোটের জন্য পর্যাপ্ত পরিমাণে কেন্দ্রীয় বাহিনী পাচ্ছে নির্বাচন কমিশন। এই পরিস্থিতিতে ভোটের দফা বৃদ্ধির দরকার নেই।

তবে ৮২২ কোম্পানির মধ্যে বাকি যে ৪৮৫ কোম্পানি বাহিনী পাঠানোর ব্যাপারে মঙ্গলবার কেন্দ্র সবুজ সঙ্কেত দিয়েছিল কেন্দ্র, এখনও পর্যন্ত তা রাজ্যে না-এসে পৌঁছানোয় ধন্দে রাজ্য নির্বাচন কমিশন। তারা ফের কেন্দ্রকে চিঠি দিয়ে জানতে চেয়েছে, কবে এই বাহিনী এসে পৌঁছাবে।

প্রসঙ্গত, মঙ্গলবার রাজ্য সরকারি কর্মীদের দায়ের করা মামলার শুনানিতে ডেপুটি সলিসিটর জেনারেল বিল্বদল ভট্টাচার্য জানান, কেন্দ্রীয় বাহিনীর ৬৫ হাজার এবং রাজ্য পুলিশের ৭০ হাজার কর্মীকে সমান অনুপাতে ব্যবহার করলে এই সমস্যার সমাধান করা যাবে। এর পর হাই কোর্ট বিএসএফের আইজি-কে নির্দেশ দেয়, রাজ্য জুড়ে সমান ভাবে বাহিনী মোতায়েন করার।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.