কলকাতা: শুক্রবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলবে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, পশ্চিমাঞ্চলের চার জেলা—বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম ও পূর্ব মেদিনীপুর জেলার কোথাও কোথাও এ দিন ভারী বৃষ্টি হতে পারে। আগামী কাল, শনিবার পঞ্চায়েত ভোটের দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা কমবে বলে আশা করছেন আবহাওয়াবিদরা।
রাত পোহালেই পঞ্চায়েত ভোট। ভোটে উত্তরবঙ্গে বৃষ্টির ভোগান্তি হতে পারে। সেই দিক থেকে দক্ষিণবঙ্গে কিছুটা রেহাই। উত্তরবঙ্গে যে আবহাওয়া রয়েছে তা জারি থাকবে। উত্তরবঙ্গে পাঁচ জেলায় আগামী ৪-৫ দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
পঞ্চায়েত নির্বাচনের সময় উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় বুধবার থেকে রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী ও বাকি সময়ে মাঝারি বৃষ্টি হবে। নিচের তিন জেলা মালদা এবং দুই দিনাজপুরে বুধবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। দক্ষিণবঙ্গে ভোটের দিন দুর্যোগের আশংকা কম। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও আপেক্ষিক আর্দ্রতা জনিত অস্বস্তিকে সঙ্গী করেই শনিবার ভোট দেবে দক্ষিণবঙ্গ।
রবিবার পর্যন্ত যে পূর্বাভাস, তাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বুধবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে।