কলকাতা: মঙ্গলবার ভোট গণনা শুরু হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই আগাম উৎসব তৃণমূলের। কোথাও কোথাও সবুজ আবির খেলায় মাতলেন তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা। তবে অতিরিক্ত আত্মবিশ্বাস না দেখিয়ে গণনার শেষ পর্যন্ত থাকা এবং গণনাকেন্দ্রে নজর রাখার পরামর্শ দিলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ।
এ দিন একটি টুইটে কুণাল লেখেন, “আজ গণনা। ১. এজেন্টরা ত্রিস্তরের গণনার শেষ পর্যন্ত থাকুন। অতিরিক্ত আত্মবিশ্বাস দেখাবেন না। ২. এলাকার কর্মীরা গণনাকেন্দ্রে নজর রাখুন। নিয়মমাফিক দূরত্বে জমায়েত রাখুন। পিছিয়ে পড়লেই বিরোধীরা অশান্তি করবে। প্ররোচনায় পা দেবেন না”।
প্রসঙ্গত, এ দিন পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে রাজ্য জুড়ে গণনা কেন্দ্রগুলিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ভোটের দিন ভুয়ো ভোটার, ছাপ্পা, বুথ ক্যাপচারিং এবং বিভিন্ন ধরনের অনিয়ম এবং অশান্তির ঘটনার জেরেই নিরাপত্তা জোরদার করা হয়েছে। এরই মধ্যে ভোটগণনার দিনও জেলায় জেলায় অশান্তির খবর পাওয়া গিয়েছে।