কলকাতা: তৃণমূলের প্রত্যাশামতোই বিপুল জয় পঞ্চায়েত নির্বাচনে। গণনা শেষের আগেই, গ্রামবাংলার মানুষকে সম্ভাব্য জয়ের শুভেচ্ছা বার্তা জানালেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ফেসবুকে মমতা লিখেছেন, “সকল মা-মাটি-মানুষকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।” এরপর তিনি আরও লিখেছেন, “গ্রাম বাংলায় পুনরায় বিকশিত জোড়াফুল। এই পঞ্চায়েত নির্বাচনে আপনাদের অভূতপূর্ব সমর্থন, অকুণ্ঠ ভালোবাসা এবং অপার আশীর্বাদে আমি তথা আমার গোটা তৃণমূল কংগ্রেস পরিবার কৃতজ্ঞ।”
মমতা ফের লিখেছেন, “এই জয় আমার প্রণম্য গণদেবতার জয়। এই নির্বাচন আবারও প্রমাণ করল, বাংলার মানুষের হৃদয়ে তৃণমূল কংগ্রেসই আসীন।”
একমাত্র নন্দীগ্রাম ছাড়া প্রায় সব জেলার অধিকাংশ পঞ্চায়েতে তৃণমূলই এগিয়ে ছিল। মঙ্গলবার রাত ৯টা নাগাদ মমতা তাঁর ফেসবুক পেজে ওই পোস্টারের ছবি দেন। পোস্টারে মমতারই ছবি ছিল। হাত জোড় করা হাসিমুখের ছবি।