প্রথম পাতা খবর মহরমে ড্রাম বাজানোর সময় ও শব্দসীমা নিয়ে পুলিশ, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে বিজ্ঞপ্তি জারির নির্দেশ হাইকোর্টের

মহরমে ড্রাম বাজানোর সময় ও শব্দসীমা নিয়ে পুলিশ, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে বিজ্ঞপ্তি জারির নির্দেশ হাইকোর্টের

351 views
A+A-
Reset

কলকাতা: মহরমে এক নাগাড়ে ড্রাম বাজানোর বিরুদ্ধে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার সেই মামলায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের নির্দেশ, মহরমে ড্রাম বাজিয়ে মিছিল বের করতে গেলে লাগবে পুলিশের অনুমতি। এ বিষয়ে অবিলম্বে পাবলিক নোটিশ বা বিজ্ঞপ্তি জারি করতে হবে কলকাতা পুলিশকে। পাশাপাশি পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে পরিমাপ নিয়ে বিজ্ঞপ্তি জারি করতে বলা হয়েছে।

প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের নির্দেশ, যে ক্লাব বা যে গোষ্ঠী ড্রাম বাজিয়ে মহরম উদযাপন করতে চায়, তা হলে তাদের অনুমতি নিতে হবে। কোন জায়গায় ড্রাম বাজানো হবে, কতক্ষণ ধরে বাজানো হবে তা জানাতে হবে পুলিশকে।

প্রধান বিচারপতি নির্দেশ দিয়েছেন, সকালে ২ ঘণ্টা ও বিকেলে ২ ঘণ্টা বেঁধে দিতে হবে ড্রাম বাজিয়ে মিছিল করার জন্য। তাঁর নির্দেশ, সকালে ৮ টার আগে ও সন্ধ্যায় ৭টার পর ড্রাম বাজানো যাবে না।

মামলাকারীর নাম সাগুপ্তা সুলেমান। হাইকোর্টে মামলাকারী তাঁর আবেদনে বলেছেন, পার্ক স্ট্রিটে রোজই কোনো না কোনো উৎসব লেগেই আছে। কখনও মাইকে গান বাজছে, আবার কখনও ড্রাম বাজিয়ে হইহল্লা করছেন লোকজন। রাতভর চলছে গান-বাজনা। মাইকের শব্দে প্রাণ ওষ্ঠাগত হয়ে যাচ্ছে। সামনেই মহরম। শব্দের তীব্রতা আরও বাড়বে বলেই জানাচ্ছেন মামলাকারী। শব্দের মাত্রা নিয়ন্ত্রণে তাই হাইকোর্টের সাহায্য চেয়েছেন তিনি।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.