নিজেদের ঘরের মাঠে ইস্টার্ন রেলের বিরুদ্ধে ৫-১ গোলে জিতল লাল-হলুদ। ইস্টবেঙ্গলের হয়ে জোড়া গোল করেন আমন। ম্যাচের সেরা হলেন তিনিই।
চার বছর পর ইস্টবেঙ্গল মাঠে কলকাতা লিগের আসর। গ্যালারিতেও সমর্থকরা ভিড় জমিয়েছিলেন। খেলা শুরু হওয়ার কয়েক ঘন্টা আগে থেকেই সব টিকিট বিক্রি হয়ে গিয়েছিল। বৃহস্পতিবার বৃষ্টির মধ্যেই হল এ দিনের ম্যাচ।
২১ মিনিটে দীপ সাহার ফ্রি-কিক বার পোস্টে লেগে ফিরে এলে একেবারে কাছ থেকে জোরাল শট নিয়েছিলেন অভিষেক কুঞ্জুম। ১-০ গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। ৩১ মিনিটে রেলের ডিফেন্সকে বোকা বানিয়ে গোল করেন ভানলালপেকা। ৩৫ মিনিটে গোল করলেন আমান সিকে। ৮০ মিনিটের মাথায় ইস্টবেঙ্গলকে চার নম্বর গোলটি এনে দিলেন আমান। ৫৫ মিনিটে ইস্টবেঙ্গলকে পঞ্চম গোলটি এনে দিলেন রাজিবুর।
অন্য দিকে, দ্বিতীয়ার্ধের শুরুতেই ৫১ মিনিটে কর্নার থেকে দুর্দন্ত শট। ইস্টবেঙ্গলের ভুল বোঝাবুঝি ফলে গোল করে দলের ব্যবধান কমালেন দিব্যেন্দু।
এই জয়ের সঙ্গে সঙ্গে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এল লাল-হলুদ ব্রিগেড। বর্তমানে তাদের ঝুলিতে ১১ পয়েন্ট রয়েছে।