কলকাতা: শনিবার সকাল থেকেই প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থার অবনতি হয়। শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয় বিকেলে। আলিপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় প্রাক্তন মুখ্যমন্ত্রীকে।
শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরে ভুগছেন বুদ্ধদেববাবু। গত কয়েক দিন ধরে জ্বর, শ্বাসকষ্ট ছিল তাঁর। সকাল থেকে রক্তে অক্সিজেনের মাত্রা ৭০-এর নীচে নেমে যায়, সঙ্গে শ্বাসকষ্ট। তাঁকে হাসপাতালে ভর্তি করার মতো পরিস্থিতি তৈরি হয়।
বালিগঞ্জের পাম অ্যাভিনিউ থেকে গ্রিন করিডর করে তাঁকে আলিপুরের বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়।
হাসপাতাল সূত্রে খবর, বুদ্ধদেব ভট্টাচার্য গুরুতর অসুস্থ। রক্তে অক্সিজেন বিপজ্জনক মাত্রায় নেমে গিয়েছে বলে জানা যাচ্ছে। তবে হাসপাতাল থেকে এখনও পর্যন্ত কোনও মেডিক্যাল বুলেটিন প্রকাশ করা হয়নি। ফলে শারীরিক অবস্থা কতটা গুরুতর, তা এখনও স্পষ্ট নয়।