প্রথম পাতা খবর সিঙ্গাপুরের ৭টি উপগ্রহ নিয়ে মহাকাশের উদ্দেশে পাড়ি দিল ইসরো-র রকেট 

সিঙ্গাপুরের ৭টি উপগ্রহ নিয়ে মহাকাশের উদ্দেশে পাড়ি দিল ইসরো-র রকেট 

385 views
A+A-
Reset

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো-র আরেকটি নতুন অভিযান। চন্দ্রযান-৩-এর সফল উৎক্ষেপণের পর আর একটি মাইলফলক ছুঁয়ে ফেলল ইসরো।

অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে পিএসএলভি-সি৫৬ রকেটের সাহায্যে মহাকাশে পাড়ি দিল সিঙ্গাপুরের সাতটি স্যাটেলাইট। সিঙ্গাপুরের কৃত্রিম উপগ্রহ DS-SAR-সহ সাতটি উপগ্রহ নিয়ে আজ রওনা দিল ভারতের মহাকাশ গবেষণা সংস্থার রকেট।

রবিবার সকাল ৬টা ৩৪ মিনিটে মহাকাশের উদ্দেশে রওনা দেয় পিএসএলভি-সি৫৬। এই মিশন সাফল্য পেলে ১৯৯৯ থেকে এখনও পর্যন্ত ৪৩১টি বিদেশি উপগ্রহ উৎক্ষেপণ করতে সক্ষম হবে ইসরো।

প্রসঙ্গত, পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেলের মাধ্যমে এই স্যাটেলাইট উৎক্ষেপণের নির্ধারিত সময় ছিল সকাল ৬টা ৩০ মিনিট। কিন্তু, নির্ধারিত সময়ের থেকে চার মিনিট বিলম্বে মহাকাশে পাড়ি দেয় ইসরোর রকেট।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.