কলকাতা: ২০২৪ সালের লোকসভা ভোটে ইভিএম হ্যাকের আশঙ্কা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাঁর কথায়, “ইভিএম হ্যাক করার নানা পরিকল্পনা হচ্ছে”। এই বিষয়টি নিয়ে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র পরবর্তী বৈঠকে আলোচনা করা হবে বলেও জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।
ভোটের পরে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম হ্যাক করার অভিযোগ নতুন নয়। তবে এ বার ভোটের আগেই সেই আশঙ্কা প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্ন সভাঘরে একটি অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইভিএম হ্যাকের আশঙ্কার কথা জানান।
মমমতা বলেন, ‘‘ওরা (বিজেপি) এখন থেকেই নানা পরিকল্পনা করছে। ইভিএম হ্যাক করার নানারকম ব্যবস্থা করছে। আমাদের কাছে খবর এসেছে। কিছু প্রমাণ পেয়েছি। কিছু খুঁজছি। ‘ইন্ডিয়া’র বৈঠকে আলোচনা হবে।’’
এ প্রসঙ্গে বিজেপি নেতা রাহুল সিনহা সংবাদ মাধ্যমের কাছে বলেন, “যিনি ব্যালট হ্যাক করেন, সারা দেশ দেখেছে। ব্যালটে ভোট হলেও তিনি বলবেন ব্যালটে কারচুপি হয়েছে। উনি যখন জেতেন তখন ইভিএম হ্যাকের অভিযোগ করেন না? ২০২১ সালেও বলেছিলেন ইভিএম হ্যাকের কথা। পরে জিতে যাওয়ার পর কিছু বলেননি। ওঁর কথাতেই বোঝা যাচ্ছে, ফের মোদির নেতৃত্বে এনডিএ জোট ক্ষমতায় আসবে।”