টেস্ট, ওয়ানডে-র পর এ বার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি। তবে পাঁচ ম্যাচের সিরিজের শুরুটা মোটের উপর ভালো হল না টিম ইন্ডিয়ার। প্রথম ম্যাচেই হেরে গেলেন হার্দিক পাণ্ড্যরা। প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ তুলেছিল ১৪৯ রান, সেখানে ১৪৫ রানেই গুটিয়ে গেল ভারতীয় দল।
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোভম্যান পাওয়েল। লড়াই করার মতো স্কোরে পৌঁছতে সাহায্য করেন নিকোলাস পুরান ও পাওয়েল। ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৪৯ রান করে।
ভারতের কাছে ১৫০ রানের লক্ষ্যটা খুবই সহজ মনে হয়েছিল। শুরুটা যদিও ভালো হয়নি। পাওয়ার প্লে-তে দুই ওপেনার শুভমন গিল ও ঈশান কিসানের উইকেট হারিয়ে ৪৫ রান তোলে ভারত। সূর্যকুমার যাদব ও তিলক বর্মা পরিস্থিতি কিছুটা সামাল দেন। সূর্য ফেরেন ২১ বলে ২১ রানে। তিলক ২২ বলে ৩৯ রানের ভরসাযোগ্য ইনিংস খেলেন।
শেষ দু ওভারে ১২ রানের লক্ষ্য। কিন্তু ১৯তম ওভারের প্রথম বলে অক্ষর ফিরতেই আশা কমতে থাকে। অর্শদীপ জোড়া বাউন্ডারিতে ম্যাচ জমিয়ে দেন। শেষ ওভারে লক্ষ্য দাঁড়ায় ১০ রান। শেষ বলে প্রয়োজন ৬ রান। কিন্তু ৯ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা ভারতের কোনও ব্যাটারের পক্ষে সেই ছক্কা মারা সম্ভব হল না।