প্রথম পাতা খবর বীরভূমের মুরারইতে সকাল থেকে অবরোধ, রেলের আশ্বাসে প্রায় ৫ ঘণ্টা পর ট্রেন চলাচল

বীরভূমের মুরারইতে সকাল থেকে অবরোধ, রেলের আশ্বাসে প্রায় ৫ ঘণ্টা পর ট্রেন চলাচল

369 views
A+A-
Reset

বীরভূমের মুরারইতে সকাল থেকেই অবরোধ। ট্রেনের স্টপেজ-সহ একগুচ্ছ দাবিতে রেল অবরোধ। বিক্ষোভের জেরে সকাল থেকে দাঁড়িয়ে একাধিক ট্রেন। যাত্রী ভোগান্তি চরমে। তার মধ্যে নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসও।

জানা যায়, একগুচ্ছ দাবি নিয়ে মুরারই স্টেশনে রেললাইনে বসে রবিবার বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা। ‘মুরারই নাগরিক কমিটি’ নামে নিত্যযাত্রীদের একটি সংগঠনের নেতৃত্বে অবরোধের ফলে সকাল থেকে বন্দে ভারত এক্সপ্রেস আটকে পড়ে নলহাটি জংশনে। পাশাপাশি, মুরারই স্টেশনে দাঁড়িয়ে পড়ে সাহেবগঞ্জ-রামপুরহাট প্যাসেঞ্জার ট্রেন-সহ কয়েকটি ট্রেন। যার জেরে যাত্রী দুর্ভোগ চরমে পৌঁছোয়।

বেলা ১২টা নাগাদ রেলের তরফে আশ্বাস মিললে অবশেষে ওঠে অবরোধ। প্রায় পাঁচ ঘণ্টা অপেক্ষার পর চলতে শুরু করেছে বন্দে ভারত এক্সপ্রেস-সহ বিভিন্ন ট্রেন।

প্রসঙ্গত, কোভিড-১৯ মহামারির সময় থেকে অনেক ট্রেনই এই স্টেশনে স্টপেজ দেওয়া বন্ধ করেছে। বিভিন্ন ট্রেন এই রাস্তা দিয়ে যাওয়া বন্ধ করেছে। বিক্ষোভকারীদের দাবি, বন্ধ হয়ে যাওয়া ট্রেনগুলিকে পুনরায় ওই স্টেশন দিয়ে যেতে হবে। সেই দাবি ঘিরেই কার্যত উত্তাল হয়ে ওঠে এলাকা।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.