যাদবপুরে পডুয়া মৃত্যুর ঘটনায় বর্তমান ও প্রাক্তনী মিলিয়ে আরও ৬জনকে গ্রেফতার করল পুলিশ। এঁদের মধ্যে ৩ জন বর্তমাম পড়ুয়া এবং ৩ জন প্রাক্তন। এর আগে তিন জনকে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনায় ধৃতে সংখ্যা গিয়ে দাঁড়াল ৯।
নতুন করে যে ছজনকে পুলিশ গ্রেফতার করেছে তাঁদের সঙ্গে পড়ুয়া মৃত্যুর সরাসরি যোগ ছিল। পুলিশ জানিয়েছে, ঘটনার পরই ধৃত এই ৬জন হোস্টেল ছাড়ে। মঙ্গলবার রাতে তাঁদের বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
এর আগেও পুলিশ এক প্রাক্তনী-সহ তিনজনকে গ্রেফতার করে পুলিশ। এর ফলে এখনও পর্যন্ত পড়ুয়া মৃত্যুর ঘটনায় ৩ জন প্রাক্তনী এবং ৫জন পড়ুয়া। পুলিশ এই মৃত্যুর তদন্তে নেমে জানতে পারে যাদবপুর মেন হস্টেলে মোট ২০ জন প্রাক্তনী থাকতেন। পাস করা ছাত্ররা এভাবে হস্টেলে কী করে থাকতেন তা নিয়ে প্রশ্ন উঠেছে।
যাদবপুরে পড়ুয়ার মৃত্যুর তদন্তে অন্য মাত্রা যোগ করেছে, ভাইরাল হওয়া একটি চ্যাট হিস্ট্রি। বুধবার রাতে হস্টেলের উপর থেকে পড়ুয়ার পড়ার পর, একটি মিটিং ডাকা হয়। সিনিয়র আবাসিকদের কয়েকজন গোটা বিষয়টিকে অন্যভাবে তুলে ধরার উদ্দেশে এই জিবি মিটিং ডেকেছিল। ভাইরাল চ্যাটে, ছাত্রটি পড়ে যাওয়ার পর নির্দিষ্ট কয়েকজনকে বাঁচাতে জিবি মিটিং ডাকার উল্লেখ রয়েছে। সেই সঙ্গে, একজন আরেকজনকে এও লিখেছেন যে, প্রথমেই হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে, বাঁচানো যেতে পারত পড়ুয়াকে। ভাইরাল হওয়া চ্যাট হিস্ট্রিতে আরও উল্লেখ রয়েছে যে, বন্ধ ঘরে বাকি আবাসিকদের কঠোর নির্দেশ দেওয়া হয়েছিল ওই ঘটনা নিয়ে বাইরে মুখ না খোলার।