আংশিক মেঘলা আকাশ। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি। ভারী বর্ষণ না হলেও বুধবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস। তবে বৃহস্পতি ও শুক্রবার বৃষ্টি বাড়তে পারে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এ দিন উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রপাত-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কলকাতায় মূলত মেঘলা আকাশই থাকবে। বেলা গড়ালে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে অল্পবিস্তর।
তবে প্রবল বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে। আবহাওয়া দফতর জানাচ্ছে, অতিবৃষ্টির কমলা সতর্কতা চলছে উত্তরবঙ্গে। ২৬ আগস্ট শনিবার পর্যন্ত চলবে এই স্পেল। এই বৃষ্টির ফলে উত্তরবঙ্গে নদীর জল স্তর বাড়বে। নিচু এলাকায় প্লাবনের আশঙ্কা রয়েছে। পার্বত্য এলাকায় ধস নামতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক ঘণ্টায় উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ং, শিলিগুড়ি, জলপাইগুড়ি, মালবাজার, ফালাকাটা, কোচবিহার, দিনহাটা, আলিপুরদুয়ার, কুমারগ্রাম, চেপন, বারবিশায় বৃষ্টি হতে পারে। এর মধ্যে দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, জলপাইগুড়ি, মালবাজারে ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে। তাছাড়া ফারাক্কা, গাজোল, রায়গঞ্জ, বালুরঘাট, মালদহেও আগাী কয়েক ঘণ্টার মধ্যে বৃষ্টি হতে পারে।