কলকাতা: শেষ কয়েক দিনে বৃষ্টির জেরে নেমেছিল তাপমাত্রার পারদ। তবে আগামী কয়েক দিন বৃষ্টি কমবে। বাড়বে তাপমাত্রা। পাশাপাশি বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও ভোগাবে।
আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশকুমার দাস জানিয়েছেন, রবিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া ও নদিয়া মূলত উপকূলবর্তী জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। অন্য দিকে, কলকাতা, হুগলি, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে হালকা বৃষ্টি হলেও হতে পারে।
তবে উত্তরবঙ্গের দুটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে এ দিন। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিপাত হবে। বাদবাকি দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
হাওয়া অফিসের মতে, আগামী কয়েক দিনে তাপমাত্রা বাড়বে। বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। সোমবার থেকে শুধুমাত্র উপরের দিকের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে হালকা মাঝারি বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কার্যত অনেকটাই কমে যাবে আগামীকাল থেকে।