প্রথম পাতা খবর ‘অভিষেককে নির্বাচনের আগে গ্রেফতার করা হবে…’, বিস্ফোরক মন্তব্য মমতার

‘অভিষেককে নির্বাচনের আগে গ্রেফতার করা হবে…’, বিস্ফোরক মন্তব্য মমতার

341 views
A+A-
Reset

কলকাতা: সোমবার গান্ধী মূর্তির পাদদেশে ছাত্র পরিষদের সমাবেশ। দলের ছাত্র সংগঠনের ২৫তম প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সঙ্গে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানাতেও এজেন্সি তদন্ত।

মমতা এ দিন বলেন, “আমায় কালকে একজন মেসেজ দিচ্ছেন অভিষেককে গ্রেফতার করব নির্বাচনের আগে। ওর কম্পিউটারের সব তথ্য নিয়ে গিয়েছে। তারপর কতগুলো ফাইল নিজেরা তৈরি করে নিয়ে গিয়ে ঢুকিয়ে দিয়েছে। আমরাও কম ওস্তাদ নই। আমরাও সব তথ্য বের করে নিয়েছি। এগুলো তোমরা ঢুকিয়েছ। এগুলো ওদের কম্পিউটারে ছিল না। এমনকী ডায়রি করা হয়েছে।”

কেন্দ্রের বিজেপি সরকারের প্রতি ক্ষোভ উগরে মমতা বলেন, “আমি অনেক সরকার দেখেছি কিন্তু এ রকম প্রতিশোধস্মৃহামূলক সরকার দেখিনি।”

বক্তৃতা করার সময় অভিষেক বলেন, “আমি নেত্রীকে বলব আপনি নিশ্চিন্তে থাকুন। কেশ স্পর্ষ করার ক্ষমতা বিজেপি-র নেই। তার আগেই তৃণমূল যুবর উপর দিয়ে লড়াই করে আপনার কাছে পৌঁছতে হবে।”

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.