প্রথম পাতা খবর ইতিহাসে প্রথম! পাকিস্তানে ভারতীয় মিশনের প্রধান হচ্ছেন মহিলা আধিকারিক

ইতিহাসে প্রথম! পাকিস্তানে ভারতীয় মিশনের প্রধান হচ্ছেন মহিলা আধিকারিক

353 views
A+A-
Reset

নয়াদিল্লি: ইসলামাবাদে ভারতের নতুন মিশন প্রধান হবেন গীতিকা শ্রীবাস্তব। এই প্রথম এই পদে আসছেন কোনো মহিলা আধিকারিক। ২০০৫ ব্যাচের ভারতীয় ফরেন সার্ভিস (আইএফএস) অফিসার গীতিকা।

বর্তমানে বিদেশ মন্ত্রকের যুগ্মসচিব হিসাবে দায়িত্ব পালন করছেন গীতিকা। ২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত চিনে ভারতীয় হাইকমিশনে কাজ করেছেন তিনি। কলকাতার আঞ্চলিক পাসপোর্ট অফিসে এবং বিদেশ মন্ত্রকে ইন্ডিয়া-প্যাসিফিক অঞ্চল বিভাগের ডিরেক্টর হিসেবেও দায়িত্ব সামলেছেন। এ বার তিনি ডা. এম সুরেশ কুমারের স্থলাভিষিক্ত হবেন। গীতিকা চার্জ ডি’অ্যাফেয়ার্স বা সিডিএ স্থলাভিষিক্ত হলে সম্ভবত নতুন দিল্লিতে ফিরে আসবেন তিনি।

এই পদে একাধিক দায়িত্ব রয়েছে। একজন চার্জ ডি’অ্যাফেয়ার্স হলেন সেই কূটনীতিক, যিনি অস্থায়ীভাবে রাষ্ট্রদূত বা হাইকমিশনারের অনুপস্থিতিতে একটি বিদেশি দেশে কোনো কূটনৈতিক মিশনের প্রধান হন।

উল্লেখ্য, পাকিস্তানে অবস্থিত ভারতের হাইকমিশনে ১০১৯ সালের আগস্ট মাস থেকে কোনো হাইকমিশনার নেই। জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের পর ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কে অবনমন ঘটায় পাকিস্তান। অজয় বিসারিয়া ইসলামাবাদে শেষ ভারতীয় হাইকমিশনার ছিলেন। এই আবহে হাইকমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন গীতিকা। শুধু আই নয়, এই প্রথম কোনো মহিলাকে এই পদে নিযুক্ত করা হচ্ছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.