প্রথম পাতা খবর সফল উৎক্ষেপণের পর আরেক উল্লেখযোগ্য সাফল্য পেল ইসরোর সৌরযান আদিত্য এল১

সফল উৎক্ষেপণের পর আরেক উল্লেখযোগ্য সাফল্য পেল ইসরোর সৌরযান আদিত্য এল১

416 views
A+A-
Reset

উৎক্ষেপণ সফল হয়েছে। পৃথিবী ছেড়ে মহাকাশে পৌঁছেছে ইসরোর সৌরযান আদিত্য এল১। উৎক্ষেপণের পর প্রথমবার কক্ষপথ পরিবর্তনে সফল হয়েছে আদিত্য-এল১। ভারতীয় মহাকাশ সংস্থা ইসরোর তরফে জানানো হয়েছে, আপাতত সৌরযানের শারীরিক অবস্থা ভালো আছে। ঠিকঠাকই কাজ করছে। আগামী মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) ভোর ৩টে নাগাদ দ্বিতীয় ‘পরীক্ষা’-য় নামবে ভারতের প্রথম সৌরযান।

রবিবার সকাল ১১ টা ৩০ মিনিট নাগাদ প্রথমবার কক্ষপথ পরিবর্তন করেছে আদিত্য-এল১। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ ইসরোর তরফে বলা হয়েছে, ‘আদিত্য-এল১ মিশন: স্যাটেলাইটের স্বাস্থ্য ভালো আছে এবং ঠিকভাবেই কাজ করছে। সাফল্যের সঙ্গে বেঙ্গালুরুর ইসট্র্যাক থেকে প্রথম কক্ষপথ পরিবর্তনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।’

শনিবার অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে আদিত্য এল১ উৎক্ষেপণ করা হয়েছিল। ইসরোর এই মিশনের লক্ষ্য সূর্য-পৃথিবী এল১ পয়েন্টে ভারতের প্রথম সৌর মানমন্দির স্থাপন করে সূর্যের বাইরের বায়ুমণ্ডল অধ্যয়ন করা। এল১ মানে ল্যাগ্রেঞ্জ পয়েন্ট ১, যেখানে মহাকাশযানটি অবস্থান করবে। সোলার প্যানেল স্থাপনের পর স্যাটেলাইটটি বিদ্যুৎ উৎপাদন শুরু করে।

ইসরোর তথ্য অনুযায়ী, আদিত্য-এল১ পৃথিবী থেকে প্রায় দেড় লক্ষ কিমি দূরে থাকবে, যা সূর্যের দিকে পরিচালিত হবে। এটা পৃথিবী-সূর্য দূরত্বের প্রায় এক শতাংশ। তবে মহাকাশযানটি মোটেই সূর্যের উপর অবতরণ করবে না এবং সূর্যের কাছাকাছিও যাবে না।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.