কলকাতা: কসবায় স্কুলের পাঁচ তলা থেকে পড়ে ছাত্রের রহস্যমৃত্যু। মৃত ছাত্র পাঁচ তলা থেকে নিজেই ঝাঁপ দিয়েছে, না কি তাঁকে কেউ ঠেলে ফেলে দিয়েছে তাঁর তদন্ত করে দেখছে পুলিশ।
মৃত ছাত্র দশম শ্রেণির ছাত্র। রথতলার সিলভার পয়েন্ট হাইস্কুলে ছাত্র ছিলেন তিনি। সোমবার দুপুরে ওই ছাত্রকে গুরুতর আহত অবস্থায় নিকটবর্তী একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ছাত্রটিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।
একটি সূত্রে দাবি করা হয়েছে, ছাত্রের উপর একটা মানসিক চাপ ছিল। স্কুলের প্রজেক্ট রিপোর্ট জমা দিতে পারেননি বলে তাঁর উপর মানসিক চাপ ছিল বলে জানা গিয়েছে। তবে পরিবারের অভিযোগ, স্কুলের মধ্যে পিটিয়ে মেরে ফেলা হয়েছে তাদের ছেলেকে। পরিবারের দাবি, ছেলের শরীরের একটাও হাড় ভাঙেনি। কান ও মুখে ছিল রক্তের চিহ্ন। মৃতের বাবার প্রশ্ন, পাঁচ তলা থেকে নীচে পড়ার পরেও কীভাবে হাড় না ভাঙা সম্ভব? ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন মৃত ছাত্রের বাবা।
তাঁর আরও অভিযোগ, ঘটনার পর স্কুল থেকে তাঁকে ফোন করা হয়েছিল। সেখানে বলা হয়, তাঁর ছেলে সিঁড়ি থেকে পড়ে গিয়েছে। তবে চিকিৎসার পর সুস্থ আছে। হাসপাতালে পৌঁছে তাঁরা ছেলের মৃত্যুসংবাদ পান। অন্য দিকে, বিষয়টি নিয়ে স্কুলের তরফে কোনও বক্তব্য দেওয়া হয়নি। পুলিশ এই ঘটনার তদন্ত করে দেখে আসল সত্যটা বের করুক বলে দাবি পড়ুয়ার পরিবারের সদস্যের।