প্রথম পাতা খবর বিজেপি অফিসে ‘তালাবন্দি’ সুভাষ সরকার! নিজেরই দলের কর্মীদের বিক্ষোভের মুখে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

বিজেপি অফিসে ‘তালাবন্দি’ সুভাষ সরকার! নিজেরই দলের কর্মীদের বিক্ষোভের মুখে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

332 views
A+A-
Reset

নিজের জেলায়, নিজের শহরেই নিজের দলের কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। বাঁকুড়ায় বিজেপি কার্যালয়ে ‘তালাবন্দি’ কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার! শেষপর্যন্ত পুলিস গিয়ে উদ্ধার করে তাঁকে।

জানা গিয়েছে, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারকে তালাবন্ধ করে রাখেন তাঁর নিজের দলের কর্মী-সমর্থকেরা। বাঁকুড়ায় বিজেপি পার্টি অফিসের ভিতরে একটি ঘরে তাঁকে ঢুকিয়ে তালা মেরে দেন ওই কর্মীরা। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর নাম করে ‘হায়-হায়’ স্লোগানও দেন তাঁরা।

এরই মধ্যে কেন্দ্রীয় মন্ত্রীর নিরাপত্তারক্ষীদের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি বেঁধে যায় বিক্ষুব্ধ বিজেপি কর্মী-সমর্থকদের। সুভাষকে উদ্ধার করতে পার্টি অফিসে পৌঁছন বিজেপির বাঁকুড়া জেলা সভাপতি। কিন্তু তাঁকে ঘিরেও বিক্ষোভ দেখাতে শুরু করেন দলের কর্মীরা।

এরপর পুলিশ আসে। ঘণ্টাখানেক তালাবন্দি হয়ে থাকার পর বিশাল পুলিশ বাহিনী গিয়ে তাঁকে উদ্ধার করে।
বিজেপি কর্মী-সমর্থকদের একাংশের অভিযোগ, নিজের পছন্দের লোক বা অনুগামীদের নিয়ে দল চালাচ্ছেন সুভাষ সরকার। ফলে জেলায় সংগঠন ধরে রাখা যাচ্ছে না। লোকসভা, বিধানসভা ও পঞ্চায়েত ভোটের সময়ে যাঁরা সামনে থেকে লড়াই করেছেন, দলে সম্মান পাচ্ছেন না তাঁরা।

মিডিয়া রিপোর্টে প্রকাশ, বিজেপি কর্মীদের একাংশ দাবি করছেন, ৫ লক্ষ টাকার বিনিময়ে অনেককে কল্যাণী এইমসের চাকরি পাইয়ে দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার। এখানেই শেষ নয়, মোটা টাকার বিনিময়ে দলের পদ বিক্রির অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.