প্রথম পাতা খবর হলদিয়ার সমবায় ব্যাঙ্কে দিনেদুপুরে ডাকাতি, লুঠ ১২ লক্ষ

হলদিয়ার সমবায় ব্যাঙ্কে দিনেদুপুরে ডাকাতি, লুঠ ১২ লক্ষ

273 views
A+A-
Reset

দিনেদুপুরে কৃষি সমবায় ব্যাঙ্কে ডাকাতি। পূর্ব মেদিনীপুরের হলদিয়ার চকলালপুরের ঘটনা। অভিযোগ, ব্যাঙ্কের ভল্ট থেকে প্রায় ১২ থেকে ১৩ লক্ষ টাকা নিয়ে গিয়েছে ডাকাতদল। তদন্ত শুরু করেছে পুলিশ।

ঘটনায় প্রকাশ, এক দল ডাকাত ঢুকে পড়ে হলদিয়ার চকলালপুর গরানখালি দেউলপোতা সমবায় ব্যাঙ্কে। ভল্ট ভেঙে এর পর গ্রাহকদের টাকা লুট করে তারা। শুধু তাই নয়, ডাকাতির পর বেরিয়ে যাওয়ার সময় ব্যাঙ্কের সিসি ক্যামেরার হার্ড ডিস্ক পর্যন্ত খুলে নিয়ে যায় ডাকাতেরা।

অভিযোগ, ব্যাঙ্কে ডাকাতি করে তিন জনের একটি দল। দু’জনের হাতে ছিল আগ্নেয়াস্ত্র। এক জন হাতে ধারালো অস্ত্র নিয়ে ব্যাঙ্কের কর্মী থেকে গ্রাহকদের প্রাণে মারার হুমকি দিয়ে দিনে দুপুরে নগদ প্রায় ১২ লক্ষ টাকা নিয়ে চম্পট দেয়।

সিসিটিভি ফুটেজ না-থাকায় ঘটনার তদন্ত করতে এসে অসুবিধায় পড়েছে সুতাহাটা থানার পুলিশ। কী ভাবে এবং কোথা দিয়ে ডাকাত দল ঢুকেছে, তা দেখা যায়নি। এখন ব্যাঙ্কের আশপাশে যে সব দোকান এবং বাড়িতে সিসি ক্যামেরা আছে, তার ফুটেজ সংগ্রহ করে ডাকাতদলকে চিহ্নিত করার চেষ্টা করছেন তদন্তকারীরা।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.