প্রথম পাতা খেলা এশিয়ান গেমসের দল ঘোষণা ভারতের, নেতৃত্বে সুনীল ছেত্রী

এশিয়ান গেমসের দল ঘোষণা ভারতের, নেতৃত্বে সুনীল ছেত্রী

283 views
A+A-
Reset

১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে এশিয়ান গেমস। দল গঠন নিয়ে চলতে থাকা বিবাদ সুরাহা হল। আর এরসঙ্গে এশিয়ান গেমসের জন্য দল ঘোষণা করল এআইএফএফ। ১৭ সদস্যের দল ঘোষণা করা হয়েছে।

সুনীল ছেত্রীকে অধিনায়ক হিসাবে রেখেই এশিয়ান গেমসের জন্য দল ঘোষণা করেছে ফেডারেশন। মোট ১৭ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। তাতে সুনীল ছেত্রী ছাড়া নিয়মিত জাতীয় দলের আর কোনো তারকা নেই। ক্লাব এবং জাতীয় দলের টানাপোড়েনে একাধিক পরিচিত মুখকে রাখতে চেয়েও রাখা যায়নি।

উল্লেখযোগ্য ভাবে, এই দলের মধ্যে কলকাতার দুই প্রধান থেকে সুযোগ পেয়েছেন মাত্র একজন। মোহনবাগান সুপার জায়ান্ট থেকে সুমিত রাঠি সুযোগ পেয়েছেন। ইস্টবেঙ্গল থেকে কেউ সুযোগ পাননি।

এশিয়ান গেমসের জন্য ভারতীয় দল: গুরমিত সিং, ধীরাজ সিং, সুমিত রাঠি, নরেন্দর গেহলট, অমরজিৎ সিং কিয়াম, স্যামুয়েল জেমস, রাহুল কেপি, আবদুল রাবেহ অঞ্জুকান্দন, আয়ুশ দেব ছেত্রী, ব্রেসি মিরান্ডা, আফজার নুরানি, রহিম আলি, ভিঞ্চি ব্যারেটো, সুনীল ছেত্রী, রোহিত দানু, গুরকিরত সিং, অনিকেত যাদব।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.