কলকাতা: রাজ্য থেকে দূরে সরে গিয়েছে নিম্নচাপ। কিন্তু মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের উপর দিয়েই গিয়েছে। যেটি গিয়েছে দিঘার উপর দিয়ে। এর জেরে বিরাম নেই বৃষ্টির। হাওয়া অফিসের পূর্বাভাস, শনিবারেও দফায় দফায় ঝমঝমিয়ে বৃষ্টি চলবে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে।
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, কলকাতার আকাশ মূলত মেঘলা। কলকাতা এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ বজ্রপাত-সহ বৃষ্টি হবে। পর দিন, রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে। আজ থেকে কলকাতা ও আশেপাশের জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এ দিন জলপাইগুড়ি, দুই দিনাজপুরে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদহে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বৃষ্টির জেরে পারদ পতন হয়েছে কলকাতায়। পূর্বাভাস অনুযায়ী, এ দিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা হবে ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি নীচে। অন্য দিকে, আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, তবে এটা স্বাভাবিক। হাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের নীচেই থাকবে।