কলকাতা: নাগেরবাজারে বৃদ্ধ খুনের জট খুলে ফেলল পুলিশ। গ্রেফতার মৃতের গাড়িচালক সৌরভ মণ্ডল। পুলিশ সূত্রে খবর, বৃদ্ধের গাড়ি নিয়ে দিঘা যাওয়ার পরিকল্পনায় বাধা পেয়েই তাঁকে খুন করা হয়। ধৃতকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারী আধিকারিকরা।
পুলিশ সূত্রে খবর, গত শনিবার (১৫ সেপ্টেম্বর) পাঁচিল টপকে কল্যাণ ভট্টাচার্যর বাড়িতে ঢোকেন বসিরহাটের বাসিন্দা ওই যুবক। বারাসাতের কয়েকজন বন্ধুকে নিয়ে দিঘায় বেড়াতে যাবেন বলে মালিকের বিএমডব্লিউ গাড়িটি চান। কিন্তু সৌরভকে গাড়ি দিতে রাজি হননি ওই বৃদ্ধ। তার জেরেই রেগে গিয়ে বৃদ্ধকে তাঁর চালক খুন করেন বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ।
ঘটনায় প্রকাশ, ৭২ বছরের ওই বৃদ্ধকে ধাক্কা মারায় তাঁর মাথায় আঘাত লাগে, এরপর শ্বাসরোধ করে খুন করে, ঘর থেকে গ্যারাজ ও গাড়ির চাবি হাতিয়ে, গাড়ি নিয়ে পালান সৌরভ। প্রথমে তিনি গাড়ি নিয়ে তার বাড়ি বারাসতে যান, তারপর সেখান থেকে বন্ধুদের নিয়ে দিঘায় যাযন। দিঘা থেকে ফেরার পথে, যুবকের মোবাইল ফোনের টাওয়ার লোকশন দেখে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে থেকে তাঁকে গ্রেফতার করে নাগেরবাজার থানার পুলিশ। বৃদ্ধের বিলাসবহুল গাড়িটি উদ্ধার করা হয়েছে। উদ্ধার হয়েছে বৃদ্ধের পোষ্য কুকুরটিও।
উল্লেখ্য, নাগেরবাজারে নয়াপট্টি জলের ট্যাঙ্ক সংলগ্ন এলাকায় কয়েক বিঘা জমির উপরে তাঁর বাগানবাড়ি রয়েছে বৃদ্ধের। গত বুধবার রাতে ওই বাড়ি থেকে তাঁর পচাগলা দেহটি উদ্ধার করা হয়।