প্রথম পাতা খেলা বাংলার মেয়ের হাত ধরে এশিয়াডের শুরুতেই পদক, প্রথম দিনে কত নম্বরে ভারত?

বাংলার মেয়ের হাত ধরে এশিয়াডের শুরুতেই পদক, প্রথম দিনে কত নম্বরে ভারত?

565 views
A+A-
Reset

এশিয়ান গেমসের শুরুটা বেশ ভালোই করেছে ভারত। দলগত ছাড়াও ব্যক্তিগত ইভেন্টে পদক পেয়েছে দেশ। প্রথম দিনের শেষে পদক সংগ্রহের তালিকায় সপ্তম স্থানে রয়েছে ভারত।

রবিবার এশিয়ান গেমসের প্রথম দিনেই একাধিক পদকপ্রাপ্তি ভারতের। ১৯তম এশিয়ান গেমসের প্রথম দিনেই পাঁচ পদক ভারতের ঝুলিতে। এ ছাড়াও মহিলাদের ক্রিকেটে পদক নিশ্চিত করেছে টিম ইন্ডিয়া।

রোয়িংয়ে এসেছে তিনটি পদক। আর শ্যুটিংয়ে দু’টি। একটি দলগত ইভেন্টে আর একটি ব্যক্তিগত ইভেন্টে। ক্রিকেটে ভারত বাংলাদেশকে হারিয়ে ফাইনালে প্রবেশ করে পদক নিশ্চিত করেছে।

ভারতের রমিতা জিন্দল, মেহুলি ঘোষ এবং আশি চৌকশে একসঙ্গে মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে রুপো জিতেছেন। তিনজন মিলে ১৮৮৬ পয়েন্ট স্কোর করেছিলেন। যার মধ্যে রমিতা ৬৩১.৯ পয়েন্ট করেছিলেন। মেহুলি স্কোর করেন ৬৩০.৮ আর আশি স্কোর করেছে ৬২৩.৩ পয়েন্ট।

দলগত ইভেন্টে দেশের হয়ে রুপো জয়ের পর একক ইভেন্টে ব্রোঞ্জের পদকও জিতেছেন রমিতা। মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে রমিতা জিন্দাল ব্রোঞ্জ পদক জিতেছেন তিনি।

পুরুষদের লাইট ওয়েট ডাবলস বিভাগে রুপো জিতলেন অর্জুন জাঠ লাল এবং অরবিন্দ সিংহ জুটি। ৬:২৮.১৮ সময় নিয়ে রুপো পদক জিতেছেন তাঁরা। এই ইভেন্টের স্বর্ণপদক জেতে চিন।

পরে রোয়িং থেকে এসেছে একটি ব্রোঞ্জও। পুরুষদের পেয়ার ইভেন্টে রোয়িংয়ের দ্বিতীয় পদক জিতলেন বাবুলাল যাদব এবং লেখা রাম। রোয়িংয়ের পুরুষদের আট জনের দলীয় ইভেন্টেও রুপো জিতেছে ভারত। এখানে চিনের চেয়ে মাত্র ২.৮৪ সেকেন্ড পিছিয়ে ছিল ভারত।

প্রথম দিনে প্রথমে রয়েছে আয়োজক চীন। তারা ২০টি সোনা, ৭টি রুপো এবং ৩টি ব্রোঞ্জ। সব মিলিয়ে মোট ৩০টি পদক। দ্বিতীয় স্থানে কোরিয়া। তারা ৫টি সোনা, ৪টি রুপো, ৫টি ব্রোঞ্জ। সব মিলিয়ে মোট ১৪টি। জাপান তৃতীয় স্থানে রয়ে ২টি সোনা, ৪টি রুপো, ৫টি ব্রোঞ্জ নিয়ে। সব মিলিয়ে মোট ১৪টি পদক। চতুর্থ স্থানে হংকং রয়েছে ২টি সোনা, রুপো নেই, ৫টি ব্রোঞ্জ। সব মিলিয়ে মোট ৭টি পদক। পাঁচে রয়েছে উজবেকিস্তান। তাদের সংগ্রহ ১টি সোনা, ২টি রুপো, ৩টি ব্রোঞ্জ। সব মিলিয়ে ৭টি পদক। সপ্তম স্থানে ভারত। সোনা এখনও পায়নি, ৩টি রুপো, ২টি ব্রোঞ্জ। মোট ৫টি পদক।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.