প্রথম পাতা খবর পুজোর আগে ধেসে আসছে ঘূর্ণিঝড়? জানুন, আবহাওয়ার বড় আপডেট

পুজোর আগে ধেসে আসছে ঘূর্ণিঝড়? জানুন, আবহাওয়ার বড় আপডেট

430 views
A+A-
Reset

কলকাতা: দুর্গাপুজোর মুখে ঘূর্ণিঝড় কি আছড়ে পড়বে বাংলার উপকূলে? সেটা দিন দু’য়েকের মধ্যেই বোঝা যাবে বলে আশা করছেন আবহাওয়াবিদরা। পরিস্থিতির উপর নজর রাখছে আবহাওয়া দফতর।

আবহাওয়াবিদদের অনুমান, আগামী আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তর আন্দামান সাগর ও সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। শনিবার সেটি শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হবে। নিম্নচাপটি আরও শক্তি বাড়াবে। তার গতিবিধির দিকে নজর রাখবেন আবহবিদেরা। এই ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ শক্তিশালী হয়ে উঠতে পারে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ২৯ থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত দানা বাঁধতে চলেছে। আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা গণেশ দাস জানান, প্রাথমিক অভিমুখের পরিবর্তন হতে পারে। তাই নিম্নচাপটি শক্তিশালী হয়ে বঙ্গোপসাগরের কোন উপকূলের দিকে যাবে সেটা এখনই বলা যাচ্ছে না। সোম-মঙ্গলবারের মধ্যে পুরো বিষয়টি অনেকটা পরিষ্কার হবে বলে তিনি জানিয়েছেন।

এমনকী নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় আদৌ তৈরি হবে কি না, এখনই নিশ্চিত করে বলতে পারছে না হাওয়া অফিস। তার জন্য আরও কিছু দিন অপেক্ষা করতে হবে।

এ ব্যাপারে মৌসম ভবন জানিয়েছে, আগামী ২৯ সেপ্টেম্বর ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে উত্তর আন্দামান সাগর এবং বঙ্গোপসাগরে। সেই ঘূর্ণাবর্ত এরপর ৩০ সেপ্টেম্বর নিম্নচাপে পরিণত হবে। এই সিস্টেমটি উত্তরপশ্চিম দিকে এগোতে থাকবে। ক্রমেই সেই ঘূর্ণাবর্ত শক্তিশালী হয়ে উঠবে বলে জানিয়েছে হাওয়া অফিস। এই সিস্টেমটি শেষ পর্যন্ত ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না, তা নিয়ে অবশ্য কোনও আপডেট দেয়নি হাওয়া অফিস।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.