প্রথম পাতা খবর ‘সবচেয়ে বড় প্রতারক’, ইস্কনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মানেকা গান্ধীর

‘সবচেয়ে বড় প্রতারক’, ইস্কনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মানেকা গান্ধীর

322 views
A+A-
Reset

ইস্কন (ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস)-এর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ বিজেপি সাংসদ মানেকা গান্ধীর। তাঁর দাবি, দেশের সবচেয়ে বড় প্রতারক সংস্থা ইসকন। কসাইদের কাছে নিজেদের গরু বেচে দেয় তারা। ইসকন অবশ্য় এই দাবি নস্যাৎ করেছে। ইসকনের দাবি, মানেকার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

রাজনীতির বাইরেও মানেকা গান্ধী একজন প্রাণী অধিকার কর্মী হিসেবে যথেষ্ট পরিচিত। তাঁর এহেন বক্তব্যের ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিয়োতে মানেকাকে বলতে শোনা যায়, “বর্তমানে ভারতে সবচেয়ে বড় জালিয়াতি হল ইস্কন। তারা গো-আশ্রয় কেন্দ্র গড়ে তোলে, যেগুলো চালানোর জন্য তারা সরকারের কাছ থেকে অগণিত সুবিধা পায়। তারা বড় জমি পায়।”

এর পর অন্ধ্রপ্ররদেশের ইসকনের অনন্তপুর গোশালা পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি আরও বলেন, “আমি এইমাত্র তাঁদের অনন্তপুর গোশালা পরিদর্শন করেছি। সেখানে একটি শুকনো গরুও নেই। সবই দুগ্ধজাত। এমনকি একটি বাছুরও নেই। মানে সবাই বিক্রি হয়ে গেছে। ইস্কন তার সমস্ত গরু কসাইদের কাছে বিক্রি করছে।”

মানেকার এই অভিযোগ খারিজ করে দিয়েছে ইসকন কর্তৃপক্ষ। সংস্থার মুখপাত্র যুধিষ্ঠির গোবিন্দ দাস জানিয়েছেন, মানেকার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তাঁর কথায়, “গরু ও ষাঁড়দের সারা জীবন ধরেই এখানে সেবা করা হয়। কখনোই তাদের কসাইয়ের কাছে বেচে দেওয়া হয় না।”

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.