কলকাতা: মঙ্গলবার মাঠে নামছেন রোনাল্ডিনহো। মহেশতলায় বাটানগর স্টেডিয়ামে ডায়মন্ডহারবার এফসি বনাম শ্রীভূমি স্পোর্টিং প্রদর্শনী ম্যাচে খেলবেন তিনি। থাকবেন স্থানীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সূত্রের খবর, বাটা ফুটবল স্টেডিয়ামে রোনাল্ডিনহোর সঙ্গে ফুটবল খেলতে দেখা যাবে অভিষেককে। ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের ম্যাচ রয়েছে বাটা ফুটবল স্টেডিয়ামে। সেখানেই অতিথি হিসাবে যাচ্ছেন বিশ্বফুটবল তারকা রোনাল্ডিনহো। সূত্রের দাবি, সেই মাঠেই রোনাল্ডিনহোর সঙ্গে ফুটবল খেলতে দেখা যাবে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে। স্বভাবতই এই খবরে এখন রোনাল্ডিনহো ভক্তদের পাশাপাশি অভিষেক-অনুগামীদের মধ্যেও উন্মাদনা তুঙ্গে।
সোমবার কালীঘাটের বাড়িতে রোনাল্ডিনহোকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপহার দেন বল, জার্সি। সঙ্গে ছিলেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, সুজিত বসুর মতো শাসকদলের শীর্ষ নেতা-মন্ত্রীরা। সন্ধ্যায় বেশ কয়েকটি পুজোর উদ্বোধন করেন ব্রাজিলিয়ান তারকা। যান শ্রীভূমি স্পোটিংয়েও।